Ticker

6/recent/ticker-posts

Advertisement

কাজলের ‘মা’ হওয়ার খবর দিলেন গৌতম

বিনোদন ডেস্ক: এবার প্রকাশ্যে এলো তামিল অভিনেত্রী কাজল আগারওয়ালের ‘মা’ হওয়ার খবর। স্ত্রীর একটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন তার স্বামী গৌতম। সরাসরি কিছু না জানালেও একটি ‘ইমোজি’র মাধ্যমেই সংসারে নতুন অতিথি আসার খবর শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে সুন্দরী বউয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে গৌতম লেখেন, ‘আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২’, এর সঙ্গে এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি জুড়ে দেন গৌতম। সরাসরি নয়, বরং একটু সাসপেন্স বজায় রেখে কাজলের প্রেগন্যান্সি নিউজ ফাঁস করলেন গৌতম। ছবিতে হলুদ রঙা পোশাকে কোনও রেস্তোরাঁয় বসে থাকতে দেখা গেল কাজলকে। চোখে-মুখে তাঁর মাতৃত্বের আভা। প্রেগন্যান্সির পর পর আরও দ্বিগুন সৌন্দর্য্য বেড়েছে ‘সিংহম’ নায়িকার। এর আগে ৩১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন কাজল। সেই ছবিতেও স্পষ্ট দেখা যাচ্ছিল তার বেবি বাম্প। আপাতত আর কয়েক মাসের অপেক্ষা। এর পরেই দুই থেকে তিন হবেন ওই তারকা। এর মধ্যে সম্প্রতি বেশকিছু ছবি থেকেও সরে এসেছেন কাজল। কামাল হাসানের সঙ্গে তার কাজ করার কথা ছিল ‘ইন্ডিয়ান ২’-তে। প্রধান চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছিল তার কাছে। তবে, তিনি রাজি হননি। প্রসঙ্গত, কাজল আগরওয়াল দক্ষিণী অভিনয় জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী। তবে তিনি বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছেন। তারমধ্যে ‘সিঙ্ঘাম’ ও ‘স্পেশাল ২৬’ অন্যতম। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী। দক্ষিণী ভাষাতেও একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। তবে আপাতত মা হওয়ার এই সময়টায় কাজ থেকে বিরতিতেই থাকবেন তিনি। ২০২০ সালে মুম্বাইয়ে বিয়ে করেন কাজল ও গৌতম। করোনার কারণে বিয়েতে হাজির ছিলেন হাতেগোনা অতিথি। বিয়ের এক বছরের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী। মাত্র মাস দুয়েক আগেই নিজেদের প্রথম বিবাহবার্ষিকী পালন করেছিলেন কাজল ও গৌতম। সান নিউজ/এমকেএইচ

Thanks...

Post a Comment

0 Comments